• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

মনে বৈশাখের আনন্দ নেই: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০১৯, ১৫:৫৩
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

সারা দেশে হত্যা, নির্যাতন আর নিপীড়নে মানুষের মনের মধ্যে বৈশাখের আনন্দ নেই। ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যায় ক্ষমতাসীনদের দোসররাই জড়িত। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

এ সময় মাদরাসাছাত্রী নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আমাদের উৎসব প্রাঙ্গণ আজ ঘন অন্ধকারে ঢেকে গেছে। উৎসব প্রাঙ্গণে শান্তি নেই, স্বস্তি নেই। শুধু আতঙ্ক আর ভয়। এটা চলতে পারে না। সোনাগাজীর মাদরাসাছাত্রী, যাকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা, ভোটারবিহীন নির্বাচন, সারা দেশে নৈরাজ্য ও একের পর এক নারী নির্যাতনের ঘটনায় মানুষের মধ্যে বৈশাখের আনন্দ নেই।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
‘আ.লীগ সরকার তলে তলে দেশবিরোধী কাজ করছে’
X
Fresh