• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

সাবেক মন্ত্রীদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৯, ১৩:৫৪
ফাইল ছবি

সরকারি বাসায় অবস্থান করা সাবেক মন্ত্রী ও সচিবদের বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ূন কবির পল্লবসহ পাঁচজন আইনজীবী মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।

আইনজীবী হুমায়ূন কবির পল্লব জানান, বর্তমান সরকার গঠন করার পর নতুন করে যারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বাসা বুঝিয়ে দেয়ার জন্য পুরনো মন্ত্রীদের নির্দেশনা দিতে আদেশ চাওয়া হয়েছে রিট আবেদনে।

এছাড়া সরকারি বাসায় সাবেক মন্ত্রী ও সচিবদের অবস্থান করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে সোমবার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবদের যারা এখনও সরকারি বাড়ি ছাড়েননি, তাদের ২৪ ঘণ্টার মধ্যে তা ছাড়তে লিগ্যাল নোটিশ পাঠান পল্লবসহ সুপ্রিম কোর্টের এই পাঁচ আইনজীবী।

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব, অর্থ, গণপূর্ত ও আইন সচিব এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে এ নোটিশ দেওয়া হয়।

রিটকারী আইনজীবীরা জানান, কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি কাল, মানতে হবে যেসব নির্দেশনা
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা পেছানোর নির্দেশনা ইসির
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
X
Fresh