• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উপজেলা নির্বাচন

মোড়ে মোড়ে গিয়ে নির্ভয়ে ভোট দেয়ার অনুরোধ এসপির

গাজীপুর প্রতিনিধি

  ২৩ মার্চ ২০১৯, ১২:১৯

পুলিশ বাহিনী নিয়ে নির্বাচনী এলাকার মোড়ে মোড়ে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে তিনি পথসভা করেন। দুপুরে জেলার শ্রীপুর উপজেলার মাওনা
চৌরাস্তা, সলিংমোড়, চকপাড়া, গাজীপুরবাজার, শৈলাটবাজার, নগরহাওলা, জৈনাবাজারে পথসভা করেন। পরে সন্ধ্যা ৭ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর বাজার এলাকায় ভোটারদের সঙ্গে তিনি কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের জানমাল রক্ষা করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কেউ যদি ভোট দিতে বাঁধা দেয় আমরা তাদের রেহায় দিব না। আপনারা ভোট কেন্দ্রে এসে ভোট দিন।

তিনি আরও বলেন, আমরা কাউকে চিনি না, কোনও বড় নেতা কিংবা ছোট নেতার কথায় আইনশৃঙ্খলাবাহিনী নীরব থাকবে না। পুলিশ ভোটের দিন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোথাও কোন সমস্যা হলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে আছি।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, রাসেল শেখ, শাহিদুল ইসলাম ছিলেন।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের আগে পুলিশ সুপারের এসব পথসভা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে দাবি শ্রীপুর থানার ওসি মুহাম্মদ জাবেদুল ইসলামের।

উল্লেখ্য, গাজীপুরের চারটি উপজেলা (শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ) ২৪ মার্চ (রোববার) উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
X
Fresh