• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দেশ আজ বদলে গেছে: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইনন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

গণতান্ত্রিক সমাজে সংলাপ জরুরি। সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহনশীলতার বিকল্প নেই। দেশ আজ বদলে গেছে। আমরা এ বদলে যাওয়ার অভিযাত্রায় বাংলাদেশকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, বেতার এখনো গণমানুষের কাছে অন্য যে কোন গণমাধ্যমের দ্রুত বার্তা পৌঁছে দেয়। আর একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বেতারের ভূমিকা অনন্য।

তথ্যমন্ত্রী বাংলাদেশ বেতারের মানসম্মত অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে উন্নত জাতি প্রয়োজন। শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে দেশ পরিবর্তন হয় না। মেধার সঙ্গে যদি মূল্যবোধের সমন্বয় এবং দেশাত্মবোধের সমন্বয় না হয়, শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে সবকিছু হয় না।

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh