DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

হেফাজত আমীরের আহ্বান রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: নওফেল

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম
|  ১২ জানুয়ারি ২০১৯, ১৪:৫৭
মেয়েদের স্কুল-কলেজে না পড়ানোর আহ্বানকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, এই বক্তব্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ 

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর চশমাহিলের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এই কথাগুলো বলেন। 

গতকাল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা বার্ষিক মাহফিলে মাদরাসার পরিচালক আল্লামা আহমদ শফীর দেয়া একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। সেখানে বলা হয়, মেয়েদেরকে স্কুল-কলেজে না দিতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা নেন আহমদ শফী। 

উপমন্ত্রী নওফেল বলেন, ‘যিনি এই মন্তব্যটা করেছেন, তিনি তার ব্যক্তিগত অভিমত দিয়েছেন। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষা ব্যবস্থাপনা বা পরিচালনা অথবা শিক্ষা খাতে কোনও নির্বাহী দায়িত্বে তিনি নেই। যেহেতু তিনি কোনও ধরনের সিদ্ধান্ত  গ্রহণের অবস্থানে নেই, তিনি অভিমত দিলেই সেটা রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত বা প্রতিফলিত হবে, এমন চিন্তা করবার অবকাশ নেই। সমাজে এরকম অনেকেই অনেক ধরনের অভিমত দেন। 

নওফেল বলেন, এটা আমাদের রাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং শ্রদ্ধা ও সম্মানের সাথেই বলব, আমরা যারা বাক স্বাধীনতার কথা বলছি, মনে রাখতে হবে আমাদের সংবিধানে সকলের সমান অধিকারের কথা বলা আছে। আমরা যেন বৈষম্যমূলক কোনও মন্তব্য না করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুসারে অসাম্প্রদায়িক –ধর্মনিরপেক্ষ কারিকুলাম অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে মানের উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার যে বিশেষায়িত ব্যবস্থাপনা আছে সেখানে সার্বিক মানের উন্নয়ন হলে সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে না।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়