• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আধা কিলোমিটার হেঁটে বোনকে নিয়ে হেলিকপ্টারে উঠলেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৯, ০৮:১৫

বুধবার আধা কিলোমিটারের বেশি পথ হেঁটে হেলিকপ্টারে চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টারে উঠতে গিয়ে অন্য সময় গাড়ি ব্যবহার করলেও এবার হাঁটলেন তিনি।

বুধবার তিনি নির্ধারিত সরকারি গাড়িটি ব্যবহার করেননি।

জানা গেছে, সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টারে উঠতে প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি তাকে হেলিপ্যাড পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত ছিল। কিন্তু বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে নিজ গ্রামের পথে হাঁটতেই বেশি ভালো লাগে বলে জানান শেখ হাসিনা।

সরকারি ও নিরাপত্তা কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, গাড়ির প্রয়োজন নেই। হেঁটেই এই দূরত্ব যাওয়া যাবে।

হেলিপ্যাড পর্যন্ত যাওয়ার সময় বঙ্গবন্ধু দুই মেয়ে হাসিনা ও রেহানার সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এদিন সকালেই জাতির পিতার সমাধিসৌধে কবর জিয়ারতে নবগঠিত মন্ত্রিসভার সদস্য এবং সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে টুঙ্গীপাড়া এসেছিলেন শেখ হাসিনা।

পুষ্পস্তবক অর্পণ ছাড়াও, ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধির পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।

নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা, যারা এদিন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তারাও এসেছিলেন পাবলিক ট্রান্সপোর্ট, বাসে চড়ে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
X
Fresh