• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

মন্ত্রী করতে হবে, জোটের এমন শর্ত ছিল না: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৯, ১১:১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটের কোনও শর্ত ছিল না যে তাদের কাউকে মন্ত্রী করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। পরে নবগঠিত মন্ত্রিসভায় ১৪ দলীয় জোটের কোনও নেতাকে না রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে কোনও টানাপড়েন নেই। মন্ত্রিসভা রিসাফল হবে, রদবদল হবে। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না। দায়িত্বের পরিবর্তন ঘটেছে রূপান্তর ঘটেছে, বাদ পড়েছে এ কথা ঠিক না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন।দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া
‘বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’
উপজেলা নির্বাচন : মন্ত্রীর ভাইয়ের হুমকিতে তোলপাড়  
বিএনপির ঘরের রাজনীতিও ঝিমিয়ে পড়েছে: কাদের
X
Fresh