• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইয়াবার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন বদির স্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৯, ২৩:৪৫

ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শাহিন আক্তার। এসময় তার স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে শাহীনও শপথ নেন।

কক্সবাজার-৪ নির্বাচিত আসন থেকে বদি গত দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় এ নেতাকে বাদ দিয়ে শাহিনকে প্রার্থী করে আওয়ামী লীগ।

শাহিন আক্তার বলেন, মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।

এক লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হন শাহিন আক্তার। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ১৮ ভোট।

২০০৮ সালে এ আসনে প্রথমবার জেতেন বদি। এরপর তাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা পাচার নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাতেও তার নাম ছিল।

২০১৮ সালের মে মাসে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুক যুদ্ধে’ আড়াইশরও বেশি মানুষের প্রাণহানির পর বদির বিষয়টি আবার সামনে আসে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh