• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিজ এলাকায় হেরে গেলেন ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:২১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ (ঠাকুরগাঁও-১) আসনে হেরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে হারিয়ে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

এ আসনে ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। ফখরুল পেয়েছেন ১ এক লাখ ২৫ হাজার ৯০৯ ভোট।

রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কে এম কামরুজ্জামান সেলিম কেন্দ্র থেকে প্রাপ্ত এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ১২৪ জন। মোট কেন্দ্র ১৭৫টি।

সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনে ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

তবে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে ২ লাখ ৬ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

একাদশ জাতীয় নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮০০ এর বেশি প্রার্থী। এরমধ্যে ৫০ জন ছিল স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh