• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাগেরহাটে পিতা-পুত্রের বিশাল জয়

বাগেরহাট প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২৫
নির্বাচনী প্রচারণায় শেখ হেলাল ও শেখ তন্ময়। ছবি: সংগৃহীত

বাগেরহাটে ৪টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ হেলাল উদ্দিন এবং তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসন বিজয়ী হয়েছেন।

বাগেরহাট-১ আসনে (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) মোট কেন্দ্র ১১০টি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২ লাখ ৫৩ হাজার ২৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১১ হাজার ৩৪৯ ভোট।

বাগেরহাট-২ আসনে (সদর-কচুয়া) মোট ভোট কেন্দ্র ১১৯টির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হেলালের ছেলে শেখ তন্ময় পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৯১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯০ ভোট।

এদিকে বাগেরহাট-৩ আসনে (রামপাল-মোংলা) ৯৬টি কেন্দ্রের সব কটির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার পেয়েছেন ১লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ৪০৮ ভোট।