• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ভোটের দিন নেতা-কর্মীদের যেসব নির্দেশনা দিয়েছে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:০৯

একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বিএনপি।

শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব নির্দেশনা দেন।

নেতাকর্মীদের প্রতি নির্দেশনাসমূহ হলো-

** সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন।

** ফল না নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করবেন না।

** ভোটকেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন।

** শনিবার বিকাল থেকেই পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেবেন।

** ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়াবেন।

** ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন।

** ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন।

** ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না।

** কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না।

** ফল নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।

আরও পড়ুন :

  • ফলাফল যা হোক, মেনে নেবে আওয়ামী লীগ
  • দেশকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিতে খালেদার আহ্বান


এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
‘আ.লীগ সরকার তলে তলে দেশবিরোধী কাজ করছে’
X
Fresh