• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘বোন’ শেখ হাসিনার জন্য ঢাকা-১৭ আসন ছেড়ে দিলেন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১

ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বোন শেখ হাসিনার জন্য তিনি এ আসনটি ছেড়ে দিচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) বিকেলে এ ঘোষণা দেন তিনি। ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুককে এ কথা জানিয়েছন তিনি।

বিকেল ৪টার দিকে তিনি এরশাদের নিকট দোয়া নিতে গেলে এ কথা বলেন এরশাদ।

এরশাদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফারুক বলেন, এরশাদ সাহেবের সমর্থন পেয়েছি। তার এই অবদান কোনোদিন ভুলব না। নৌকা ও লাঙল প্রতীক একই- এরশাদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন এই আসনে নৌকার পক্ষে কাজ করবেন জাপা চেয়ারম্যান আমাকে এ আশ্বাস দিয়েছেন।

বুধবার রাতে ১৬ দিন পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি। অপেক্ষমাণ সাংবাদিকরা তার গাড়ি দেখে এগিয়ে গেলেও চালক গাড়ি থামাননি।

এর আগে গত ১০ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার’ জন্য সিঙ্গাপুরে যান প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি
X
Fresh