• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সিইসির আচরণে অসন্তুষ্ট, বৈঠক শেষ না করেই বের হলেন ঐক্যফ্রন্ট নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:০৭

প্রধান নির্বাচন কমিশনারের আচরণে অসন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষ না করে বের হয়ে এসেছেন জাতীয় ঐক্যফ্রন্টে নেতারা। সিইসি কেএম নূরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ এনেছেন তারা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা সিইসি কেএম নূরুল হুদাসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসলেও ঘণ্টা দেড়েকের মধ্যে তারা বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন।

পরে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসি’র বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ আনেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সিইসি আমাদের কোনও কথাই শোনেননি। আমরা সারাদেশে পুলিশের হাতে ধরপাকড়, হয়রানির বিষয়ে কথা বলতে চেয়েছি, তিনি তা শোনেননি। তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। সিইসির আচরণে অসন্তুষ্ট হয়ে সভা বয়কট করেছি।

বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডেয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু এবং ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ প্রিজাইডিং অফিসারসহ ৬ জন কারাগারে
নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা হবে না: সিইসি
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৬
X
Fresh