• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ ওয়াদা পূরণ করে, ভুলে যায় না: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫

আওয়ামী লীগ জনগণের কাছে করা ওয়াদা পূরণ করে, নির্বাচনী ইশতেহার ভুলে যায় না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে ‘সুধাসদন’থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছি। কারণ আওয়ামী লীগ যখন সরকারে আসে আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি এবং সকল এলাকার মানুষ যাতে উন্নয়ন পায় সে পদক্ষেপ আমরা নিয়ে থাকি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আমরা আগামীতে কি কি করব তাই বর্ণনা দিয়ে আমরা ইশতেহার ঘোষণা করেছি। এই নির্বাচনী ইশতেহারে বলা আছে আগামী পাঁচ বছরে যদি সরকারে যেতে পারি তবে মানুষের সেবা করব ও মানুষের ভাগ্য পরিবর্তনে কী কী করব সেগুলো বলা আছে। সেই সাথে সাথে উন্নয়ন প্রক্রিয়াকে অব্যাহত রাখব।

তিনি বলেন, আমরা যখনই সরকারে এসেছি আওয়ামী লীগ এসেছে বাংলাদেশের সমস্যা সমাধান এবং জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে গেছে।

শেখ হাসিনা বলেন, আমি জনগণের কাছে এটাই চাই যে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং আমাদের জোটকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা যেন জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারি সেজন্য নৌকা মার্কায় ভোট চাই।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনৈতিক অঞ্চলসহ হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh