• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হামলার প্রতিবাদে লতিফ সিদ্দিকীর অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৬ ডিসেম্বর ২০১৮, ২২:২০

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে।

রোববার দুপুরে কালিহাতী উপজেলার সরাতৈল গোহালিয়া বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে লতিফ সিদ্দিকী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের (ডিসি অফিস) সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন।

এ বিষয়ে লতিফ সিদ্দিকী বলেন, তিনি একটি সমাবেশে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। পথে নৌকার সমর্থকরা তার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা চালায়। এতে চারটি গাড়ি ভাংচুর করা হয়। এ সময় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, সুষ্ঠ নির্বাচন হবে, প্রধানমন্ত্রীর এ আশ্বাসে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠ নয়, পরিবেশ ভয়াবহ। যতক্ষণ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন বলে তিনি জানান।

লতিফ সিদ্দিকী বলেন, নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। জনগণ যে রায় দিবে তা মাখা পেতে নেব। কিন্তু এখন দেখছি ভয়াবহ ব্যপার।

আরও পড়ুন :

জেএম/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় প্রমি রানী সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন
X
Fresh