• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাকড

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। নতুন একটি আইডি খুলে স্ট্যাটাস দিয়ে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন রনি।

আজ মঙ্গলবার সকালে নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ৫১৮।

জিডিতে গোলাম মাওলা রনি লেখেন- ‘আজ (মঙ্গলবার) ভোররাত থেকে আমার আইডিটি হ্যাকড হয়েছে। গতকালের পর এখানে আমি কোনো পোস্ট দিইনি। তাই পরবর্তী কোনও পোস্টের জন্য আমি দায়ী নই। হ্যাকড হওয়া ফেসবুক আইডিতে তার বন্ধু সংখ্যা ৪৯৬৩। আর অনুসারী ১ লাখ ৭৩ হাজার ৩০৪ জন।

নতুন ফেসবুক আইডির স্ট্যাটাসে জিডির অনুলিপির একটি ছবি আপলোড করে রনি লেখেন- ‘এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ফেসবুক আইডি Golam Maula Rony, হ্যাক হয়েছে। আইডি হ্যাকের ব্যাপারে থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি-ওই আইডি থেকে কোনও প্রকার মেসেজ, কল অথবা কমেন্ট করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

সম্প্রতি আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি তাকে পটুয়াখালী-৩ আসনে প্রার্থী করেছে। সর্বশেষ Golam Maula Rony আইডিতে ২০ ঘণ্টা আগে তিনি একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, নির্বাচনী লিফলেট। আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু। প্রিয় গলাচিপা- দশমিনাবাসী! ‘আজ বড়ই দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের মাঝে এই নির্বাচনী যুদ্ধের ময়দানে আমি আসতে বাধ্য হয়েছি। আমার দুঃখের কাহিনী এবং মনোবেদনার কারন সম্পর্কে আপনারা কমবেশী অবগত। আপনাদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমি যে সততা, ন্যয়পরায়নতা এবং আন্তরিকতা নিয়ে কাজ করেছি যেভাবে গরীব-দুঃখী মেহনতী মানুষের জন্য আমার ঘর বাড়ীর দরজা এবং মনের জানালা খোলা রেখেছি অথবা যেভাবে বজ্রকঠিন দৃঢ়তা নিয়ে মজলুমকে আশ্রয় দিয়েছি এবং জুলুমকারীদেরকে দমন করেছি তার প্রতিদান আমি আওয়ামীলীগ থেকে কিভাবে পেয়েছি তা আপনারা খুব ভালো করেই জানেন।’

উল্লেখ্য, বর্তমানে রনির ফেসবুক আইডির অনুসারী বেড়ে হয়েছে ১৭৩,৭১৩ জন।

আরও পড়ুন :

জিএ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh