• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহজোটের আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। শরিকদের মধ্যে আসন ভাগ করে দেয়া হচ্ছে।

এ পর্যন্ত মহাজোটের শরিকদের মধ্যে বিকল্পধারাকে দেয়া হয়েছে তিনটি আসন। ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, তরিকত ফেডারেশন পেয়েছে দুটি আসন। জাসদ (আম্বিয়া) ১টি ও জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন দেয়া হয়েছে।

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে (এরশাদ) ৪০ থেকে ৪২টি আসন ছাড়ছে আওয়ামী লীগ।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

কাদের জানান, আওয়ামী লীগের জন্য ২৪০টি আসন রাখা হয়েছে। বাকি ৬০টি আসন ১৪ দল ও তার শরিকদের ছাড়া হচ্ছে। আজ রাতেই তিনশ’ আসনের মনোনয়নের একক প্রার্থীদের তালিকা দলীয় সভানেত্রীর হাতে দেয়া হবে। তিনি এটি চূড়ান্ত করবেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh