• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাপার চূড়ান্ত তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর: মহাসচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ নভেম্বর ২০১৮, ১৫:৪৪

আসছে ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বুধবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ব্রিফিং করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটে কোনও বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে। মনোনয়ন না পেয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পার্টির শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। তিনি নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন। দু-একদিনের মধ্যেই হুসেইন মুহম্মদ এরশাদ বাসায় ফিরবেন। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অনেকে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
X
Fresh