• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় খালেদার আসনে নির্বাচন করবেন ফখরুল!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ নভেম্বর ২০১৮, ১৩:৪৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তবে একই আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনোনয়নপত্র দাখিল করবেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় এ মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিকালে বগুড়া সদর আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দেয়া হবে। তবে ফখরুল নিজে সেখানে যাবেন, নাকি তার পক্ষ থেকে কেউ জমা দেবেন তা তিনি নিশ্চিত করেননি।

ইতিমধ্যে দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে মনোনয়ন জমা দেন সাইফুল ইসলাম।

এছাড়াও বগুড়া পৌরসভার মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা একেএম মাহবুবর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা: মির্জা ফখরুল
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
X
Fresh