• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মনোনয়নবঞ্চিতরা বিক্ষুব্ধ হলে সার্জারি: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৮, ১৪:২৯

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিচ্ছে। যারা মনোনয়ন পাননি, তারা বিক্ষুব্ধ হতেই পারেন। তবে আমাদের কাছে সার্জারিও আছে, মেডিসিনও আছে। হোমিওপ্যাথিও আছে এলোপ্যাথিও আছে।

বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে ২৩০ সংসদীয় আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছি। আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজ (রোববার) দেওয়া হচ্ছে দলের মনোনয়ন। আমরা জোটের কাছে অঙ্গীকার করেছি- একসঙ্গে প্রার্থিতা ঘোষণা করবো। সে কারণে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জোটসহ সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, ওইদিন কোনও কারণে আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিবর্তন হলেও তারিখ পরিবর্তন হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনে প্রার্থী পরিবর্তন হতে পারে। সময় ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এজন্য পুলিশের বিরুদ্ধে বিষোধগার করছে। এ কারণে নির্বাচন কমিশনে নানা অভিযোগ দিচ্ছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh