• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছেড়ে দাও, সব সিদ্ধান্ত আমি নেবো: এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৮, ১৪:৫১

নির্বাচনে কোন জোটে যেতে হবে তা আমার ওপর ছেড়ে দাও। জাতীয় পার্টি (জাপা) এখন বিলীন হয়ে যায়নি, দলের সব সিদ্ধান্ত আমি নেবো। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করতে পারে। রাজনীতির কারণে অন্য জোটে যদি যেতে হয়, সেই সিদ্ধান্ত এককভাবে আমি নেবো। তোমরা জানো, এখনও আমার নামে মামলা আছে।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আজ আমার সঙ্গে অনেক লোক। অথচ এক সময় পাশে কেউ ছিল না। সত্যি আজ জাপার দুঃখ ঘুচে গেছে।

তিনি বলেন, এবার জাপার সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। পার্টির সাংগঠনিক রূপ নিয়েছে, যা ধরে রাখতে হবে।

এরশাদ বলেন, চেয়ারম্যান হিসেবে আমাকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। সবাইকে প্রার্থী করতে পারবো না। আমি যাকে যোগ্য মনে করবো, মনোনয়ন দেব। আর এটা সবাইকে মেনে নিতে হবে।

এ সময় সাবেক এই রাষ্ট্রপতি জানান, জাপা থেকে বাংলাদেশ ইসলামী জোট ও বিএনএ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই দুটি দল জাপার প্রার্থী হিসেবে যুক্ত হবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বক্তব্য রাখেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
X
Fresh