• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

প্রথমদিন আওয়ামী লীগের ১৭০০ মনোনয়নপত্র বিক্রি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ নভেম্বর ২০১৮, ২১:০৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৭০০। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের ধানমন্ডিস্থ সভাপতির কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় প্রথম মনোনয়নপত্র বিক্রি সমাপ্তি ঘোষণার কয়েক মিনিট পর দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আবার তা বিক্রি শুরু হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপকে ফোন করে মনোনয়ন বিক্রি করার নির্দেশনা দেন শেখ হাসিনা। ফলে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন বিক্রি, বিতরণ ও জমা চলবে।

প্রথমদিন আওয়ামী লীগের নতুন নির্বাচনী অফিসে আটটি বিভাগের আটটি বুথে ফরম বিতরণ কার্যক্রম চলছে। আরও পাঁচদিন মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও নেতাকর্মীদের সহযোগিতা করতে আহ্বান জানান।

এর আগে সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। গোপালগঞ্জ-৩ (টু্ঙ্গীপাড়া-কোটালীপাড়া) ও অন্য আরেকটি আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনেন তিনি। তবে ওইটি কোন আসন তা জানা যায়নি। শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরমটি কিনেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর।

জেএম/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে: কাদের
বিএনপির জন্য মায়াকান্না করছে ওবায়দুল কাদের: রিজভী
আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের
গৌরনদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
X
Fresh