• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদাকে জোর করে আদালতে বসিয়ে কষ্ট দেয়া হচ্ছে : ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৮, ১৫:৪৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। জোর করে তাকে আদালতে বসিয়ে রেখে কষ্ট দেয়া হচ্ছে। অভিযোগ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বৃহস্পতিবার) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, হাসপাতাল থেকে তার চিকিৎসকের ছাড়পত্র না নিয়ে খালেদা জিয়াকে কারাগারের ভেতরে আদালতে নিয়ে আসা হয়েছে।

বিএনপি মহাসচিব দাবি করেন, চিকিৎসকরা বলবেন খালেদা জিয়া ফিট কিনা। কিন্তু সেটা তারা বলেননি। ডাক্তাররা বলেছেন, তিনি এখনও চিকিৎসাধীন আছেন এবং এখনি তাকে হাসপাতাল থেকে রিলিজ করা সঠিক নয়।

তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। হুইল চেয়ারেও তিনি ঠিকমতো বসতে পারছেন না। এটা অমানবিক। আমরা এর নিন্দা করছি এবং অবিলম্বে তার মুক্তির দাবি করছি।

উল্লেখ্য ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল হারুনের দাবি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাই যথাযথ চিকিৎসা শেষে হাসপাতালের ছাড়পত্র দিয়েই তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

আজ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ছিলো। শুনানি শেষে আগামী বুধবার (১৪ নভেম্বর) পর্যন্ত মুলতবি করেন আদালত।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
X
Fresh