• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসা শুরু না হতেই খালেদাকে কারাগারে পাঠানো হয়েছে : রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৮, ১৩:৪২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু না হতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশকে লঙ্ঘন করে সরকার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠিয়েছে। বললেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসাই শুরু হয়নি, কেবল পরীক্ষা-নিরীক্ষা চলছে, এ মুহূর্তে তাকে আবারও কারাগারে পাঠানো হচ্ছে। এ উদ্যোগ শুধু মনুষ্যত্বহীন কাজই নয়, এটি সরকারের ভয়ঙ্কর চক্রান্ত।

তিনি আরও দাবি করেন, খালেদা জিয়ার ডাক্তার ও তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সৈয়দ আতিকুল হকের অধীনে তিনি চিকিৎসাধীন, ডাক্তার আতিক বেগম জিয়াকে হাসপাতাল থেকে ছুটির ছাড়পত্র দেননি এবং মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জলিলুর রহমান বর্তমানে দেশের বাইরে। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বেগম জিয়ার ছাড়পত্র দিতে বাধ্য করতে চাপ সৃষ্টি করেছে।

রিজভী বলেন, বেগম জিয়া সুস্থ হোক, সরকার এটি কখনও চায় না। বেগম জিয়ার জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সরকার।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
গাছ কেটে বিষাক্ত নগরে পরিণত করেছে সরকার: রিজভী
‘দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় সরকার’
X
Fresh