• ঢাকা সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
logo

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৮, ১০:০১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপার ৩৩ জন নেতা উপস্থিত থাকবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সংলাপে বসতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে চিঠি দিয়েছিল মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টি। ৩১ অক্টোবর, বুধবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চিঠি দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পিএস’র কাছে চিঠিটি পৌঁছে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়া চিঠির জবাবে সংলাপে ডাক পান হুসেইন মুহম্মদ এরশাদ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ চিঠিটি হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষের চিঠি পৌঁছে দেন।

সংলাপ শেষে রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন পার্টির শীর্ষ নেতারা।

প্রতিনিধি দলের হয়ে যেসব সদস্যরা উপস্থিত থাকবেন, তারা হলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, মসিউর রহমান রাঙা এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সালমা ইসলাম এমপি, ফখরুল ইমাম এমপি, এমএ ছাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসন খান, আলহাজ সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, নুরুল ইসলাম ওমর এমপি। এছাড়া রয়েছেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

আরও পড়ুন :

জিএ/এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে জারি হচ্ছে রেড নোটিশ
শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী গ্রেপ্তার
শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী—ট্রাম্পের নামে প্রচারিত ভাইরাল উক্তিটি ভুয়া
‘হাসিনা জুতা পরার সময় পায়নি, আপনারাও পালানোর সময় পাবেন না’