• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সংলাপের আহ্বান জানিয়ে এবার এরশাদের চিঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৮, ১২:৩৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে এবার চিঠি দিয়েছে মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টি।

আজ (বুধবার) সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চিঠি দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পিএস’র কাছে চিঠিটি পৌঁছে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আ. রাজ্জাক।

তবে কবে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে তা জানা যায়নি।

সুনীল শুভ রায় জানান, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই সংলাপ করতে চান তারা। নির্বাচনের বিষয়ে মতামত জানাতেই জাতীয় পার্টি সংলাপে আগ্রহী।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়। এরই প্রেক্ষিতে ১ নভেম্বর গণভবনে সংলাপে যাবেন বিএনপির পাঁচ নেতাসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জনের প্রতিনিধি দল।

জাতীয় ঐক্যফ্রন্টে সঙ্গে সংলাপের পরদিন ( ২ নভেম্বর) বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী।

আনুষ্ঠানিক চিঠি না দিলেও সংলাপের আগ্রহ প্রকাশ করেছে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোট।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই : কাদের
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh