• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাত দফা আদায় করেই ঘরে ফিরব: ফখরুল

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৭ অক্টোবর ২০১৮, ২০:৩৭

সাত দফা দাবি আদায় করেই ঘরে ফিরব। ভৌতিক মামলা অনেক দিয়েছে। কিন্তু সাত দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। বললেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার চট্টগ্রামের মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি একথা বলেন।
ফখরুল আরও বলেন, সরকার নিজেরা নাশকতা-সহিংসতা করে। তারপর বিরোধীদলের ওপর দোষ চাপায়। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১০ বছর দেশের মানুষকে এই সরকার জিম্মি করে রেখেছে। এবারও তারা জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু জনগণ ভাঙা নৌকায় আর উঠবে না।

বিএনপির মহাসচিব বলেন, এই জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাদের হারানোর কিছু নেই। অন্যায় এবং অপরাধকে ভিত্তি করে সরকার দেশ পরিচালনা করছে। জনগণ তা আর মেনে নেবে না। সরকার জানে তাদের পায়ের নিচে মাটি নেই।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
X
Fresh