• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতাবিরোধীদের ত্যাগ না করলে বিএনপির সঙ্গে বসবে না বিকল্পধারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৮, ২১:০৫

বিকল্পধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বলেছেন- স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে আজ থেকে বিএনপির সঙ্গে কোনও ধরনের বৈঠকে বসবে না বিকল্পধারা।

আজ শনিবার সন্ধ্যার পর রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে বি চৌধুরী জানান, বিকল্পধারা বিএনপিকে শর্ত দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সেই শর্ত মানেনি। সেই কারণেই তারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।

সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নান, যুগ্মমহাসচিব মাহি বি চৌধুরীসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সংবাদ সম্মেলনে মান্না ছাড়াও উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh