• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

বিকল্পধারার সহ-সভাপতিসহ দুই নেতা বহিষ্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৮, ১৯:২৯

বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি শাহ আলম বাদল ও কৃ‌ষি বিষয়ক সম্পাদক জা‌নে আলম হাওলাদার‌কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল‌ বি‌রোধী কার্যকলা‌পের অভিযোগে তা‌দের পদ থে‌কে স্থায়ীভা‌বে ব‌হিষ্কার করা হ‌য়।

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বারিধারায় বি চৌধুরীর বাসায় বিকল্পধারা বাংলাদেশের এক বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দলের মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, মাহী বি চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাদল ও জানে আলমের প্রাথ‌মিক সদস্য পদসহ সব পদ স্থ‌গিত করা হয়। বিকল্পধারার মহাস‌চিব মেজর (অব.) আবদুল মান্নান বিকল্পধারার গঠনত‌ন্ত্রের অনু‌চ্ছেদ ৫-এর ২ (গ) ধারায় উল্লিখিত শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তা‌দের প্রাথ‌মিক সদস্য পদসহ দ‌লের সব পদ স্থ‌গিত করেন। আজ (শনিবার) তা‌দের দু’জন‌কে চূড়ান্তভা‌বে দল থে‌কে ব‌হিষ্কার করা হলো।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল থেকে বিএনপির আরও চার নেতা বহিষ্কার
ব্যারিস্টার খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আরও এক নেতাকে বহিষ্কার করল বিএনপি
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
X
Fresh