• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি কবে?

সিয়াম সারোয়ার জামিল, আরটিভি অনলাইন

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৭

আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে সেপ্টেম্বরে। তবে কমিটির আকার কেমন হবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন দলটির দুই শীর্ষনেতা। তারা বলছেন, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরাই আসছে এই কমিটিতে।

চলতি বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের পরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন ইস্যুর কারণে ছাত্রলীগের নতুন কমিটির নেতৃত্ব নির্ধারণ ও ঘোষণা করতে বেশ সময় লেগে যায়।

প্রায় আড়াই মাস পর গেলো ৩১শে জুলাই ঘোষিত নতুন কমিটিতে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের দায়িত্বে আসেন সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। আর দক্ষিণে সভাপতি হন মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হন মো. জোবায়ের আহমেদ।

সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘ আড়াই মাস অপেক্ষার পর নতুন নেতৃত্ব ঘোষণায় ছাত্রলীগের নেতাকর্মীরা খুশি। অন্যদিকে যারা কমিটিতে পদ প্রত্যাশী তাদের মধ্যে কাজ করছে মানসিক অস্থিরতা। তাই সব অস্থিরতাকে কাটিয়ে উঠতে দ্রুত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতেই প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন।
-------------------------------------------------------
আরও পড়ুন : খালেদার চিকিৎসায় অনভিজ্ঞ থেরাপিস্ট: রিজভী
-------------------------------------------------------

জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্য বিশিষ্ট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি হয় ১০১ সদস্য। এসব কমিটিতে পদ পেতে তাই প্রতিদিনই চলছে দৌড়ঝাঁপ, আড্ডা, মধুর ক্যান্টিনে আনাগোনা। ছাত্রলীগ নেতারা বলছেন, সামনে নির্বাচন থাকায় তরুণ নেতৃত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। তাই পদ বণ্টনের ক্ষেত্রে নির্বাচনী চিন্তাকেই গুরুত্ব দেবে শীর্ষ নেতৃত্ব।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানালেন, সংগঠনের পুরোপুরি ফোকাস এখন জাতীয় নির্বাচনে। তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক চিন্তা থেকেই ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরাই আসবে পূর্ণাঙ্গ কমিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষার্থী বলেন, গঠনতন্ত্রে কমিটি গঠনের যে নির্দেশনা দেয়া আছে, সেভাবেই কমিটি গঠন করা হবে। গঠনতন্ত্রের বাইরে যাব না। শিগগিরই পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হবে।

সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন আরটিভি অনলাইনকে জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি হবে। নতুন কমিটি সংক্ষিপ্ত করার চিন্তা আছে। কারণ, ছাত্রলীগে কর্মী কমছে, নেতা বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই প্রাথমিকভাবে এমনটা আমরা ভেবেছি। পাশাপাশি দলে অযাচিত কারো অনুপ্রবেশ যেনো না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যাতে দলে জায়গা না পায়, সে বিষয়েও ছাত্রলীগ সজাগ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন :

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
X
Fresh