• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উইকিপিডিয়াতে এরশাদ মৃত!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৮, ১৮:২৬

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে মৃত বলে উল্লেখ করেছে মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া।

রোববার (২৪ জুন) সন্ধ্যা ৬:১৩ মিনিটে উইকিপিডিয়ার সর্বশেষ আপডেটে এ তথ্য সংযুক্ত করা হয়।

সেখানে এরশাদের মৃত্যু তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২২ জুন, ২০১৮।

হুসেইন মুহাম্মদ এরশাদের নামে বাংলা ও ইংরেজিতে গুগোলে সার্চ দিলে দুটি ভিন্ন উইকিপিডিয়া প্রোফাইল দেখায়। যেখানে যার এরশাদের মৃত্যুর তারিখ উল্লেখ করা হয়েছে। কিন্তু তার প্রোফাইলে কোনো মৃত্যুর তারিখ উল্লেখ নেই।

উইকিপিডিয়াতে বলা হয়েছে, হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি ভারতের দিনহাটাতে জন্মগ্রহণ করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন!
--------------------------------------------------------

তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

২০০৯ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন হতে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে জাতীয় পার্টির যুগ্ন দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বিষ্ময় প্রকাশ করে আরটিভি অনলাইনকে বলেন, তিনি (এরশাদ) সুস্থ আছেন। উইকিপিডিয়ার মতো প্রতিষ্ঠান, কেন এই ভুল তথ্য দিলো, তা জানি না।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
X
Fresh