• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ: মোরশেদ আলম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ১৩ মে ২০১৮, ১২:৩৭

নোয়াখালীর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করতে পেরেছে। এর ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে উজ্জ্বল হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রামস্থ সেনবাগবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মোরশেদ আলম বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে পৃথিবীর ৫৭তম দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। যা কেবল সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ২০২৪ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দিতে পারেন তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে।

বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে চলে গেছে উল্লেখ করে মোরশেদ আলম বলেন, দেশ ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে গেছে, ক্রয় ক্ষমতা বেড়ে গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত হয়ে আলহাজ মোরশেদ আলম নোয়াখালী ২ আসন সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বাজায় রাখতে আবারও নৌকায় ভোট চান।

মোরশেদ আলম বলেন, সড়ক ও জনপদ থেকে ১১২ কোটি টাকা ব্যয়ে ছাতার পাইয়া কল্যান্দি নবীপুর সড়ক প্রাক্কলিত হয়েছে যার কাজ খুব শিগগিরই শুরু হবে।

অনুষ্ঠানে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ব্যবসায়ী ফরিদ আহমদ, চট্টগ্রামস্থ নোয়াখালী সমিতির অর্থ সম্পাদক সাহাবউদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী
অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী 
X
Fresh