• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ, সম্পাদক রাজীব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০১৮, ০৪:২৫

শেষ হয়েছে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩২তম সম্মেলন। শনিবার সকালে বামপন্থী এ সংগঠনটির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

এতে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ফয়েজ উল্লাহ সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজীব দাস সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তারা পূর্বের কমিটিতে যথাক্রমে সাধারণ সম্পাদক এবং সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাসিব মোহাম্মাদ আশিক। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

২০১৬ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় সংসদের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুসারে বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ এক বছর হলেও বিদায়ী কমিটির সম্মেলন নির্ধারিত মেয়াদ শেষে অতিরিক্ত ৭ মাসের বেশি সময় পরে অনুষ্ঠিত হলো। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তুহিন কান্তি দাস।

২৭ সদস্যের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নির্ঝর কান্তি পাল, সাখাওয়াত ফাহাদ, শিপন দে, তন্ময় পাল রজত, প্রণব চক্রবর্তী, তুষার পাল।

সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাগীব নাঈম, স্বপন নাইডু ও খাইরুল ইসলাম শুভ।

কোষাধ্যক্ষ পদে জয় রায়, দপ্তর সম্পাদক পদে অপূর্ব রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জাহিদ জামিল এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নিসর্গ নিলয় নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে মাহির শাহরিয়ার রেজা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকে লিটন সরকার, ক্রীড়া সম্পাদকে সাগর রায়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকে ঐশ্বর্য আহমেদ দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্য পদে বিদায়ী সভাপতি তুহিন কান্তি দাস ছাড়াও আছেন শিমুল কুম্ভকার, কাজী মালিহা, কল্লোল সরকার, প্রত্ন প্রতিম মেহদী, আব্দুল করিম ও তসলিমা হোসেন নদী।

'দাসত্বের পাটাতন ভেঙে, গণতান্ত্রিক শিক্ষায়তন গড়ে তুলি' এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলনের উদ্বোধন করেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh