• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নৈরাজ্য সহ্য করা হবে না: নাসিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৮, ১৭:৫৮

এই নৈরাজ্য সহ্য করা হবে না। যেকোনো দাবি নিয়ে আন্দোলন করা যেতে পারে। তবে কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়। আমরা এর নিন্দা জানাই।

আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৪ দলের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি। কিন্তু গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দিতে এই ধরনের সহিংসতাকে পছন্দ করি না। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

১৪ দলের সমন্বয়ক আরও বলেন, দাবি আদায়ের নামে নিরীহ ছাত্রদের লেলিয়ে দেয়া হচ্ছে। নিজেরা আন্দোলন করতে না পেরে তারা ছাত্রদের লেলিয়ে দিচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোটা সংস্কার সরকারের কাজ। কিন্তু এই দাবিতে ভিসির বাড়িতে হামলা অন্য অর্থ বহন করে।’

সভায় উপস্থিত ছিলেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, অসিতবরণ রায়, ন্যাপ নেতা ইসমাইল হোসেনসহ অনেকে।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh