• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনা আ.লীগের সভানেত্রী হিসেবে ভোট চাইছেন: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৮, ১৩:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জনগণের কাছে ভোট চাইছেন, সেখানে আইনের ব্যত্যয় ঘটেনি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় নিউমার্কেট ওভারব্রিজ সংলগ্ন কাঁচাবাজারে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কারো কোনো উপদেশের প্রয়োজন নেই। একটি মহল চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তাই তারা বিদেশে প্রভু খুঁজছে। কিন্তু, তাতে কোনো লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
X
Fresh