• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মোশাররফ আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৬

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে উত্তরা থেকে তাকে আটক করা হয়। তিনি টঙ্গী থেকে ঢাকায় ফিরছিলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা থেকে নেতাকর্মীরা খবর দিলো বিকেল সাড়ে ৪টায় আমাদের জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে সাদা পোশাকে একটি টিম তাকে তুলে নিয়ে গেছে।

এদিকে বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহবান করেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: সহায়ক সরকারে বিশ্বাস করি না: এরশাদ
--------------------------------------------------------

অপরদিকে, ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করে পুলিশ। পরে তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান খোকন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আটকের পর মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

বিএনপি সিনিয়র নেতারা অভিযোগ করেন শুক্রবার পর্যন্ত ২৭৫ জনের অধিক বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh