• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

শহীদ ইমনের পরিবারের পাশে গণঅধিকার পরিষদ

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ২২:৫২
গণঅধিকার পরিষদ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমনের পরিবারের পাশে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শহীদ ইমনের ছোট ভাই সুজন আহমেদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন। এ সময় নুরুল হক নুর শহীদ ইমনের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শহীদ ইমনের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে।

তার ছোট ভাই সুজন আহমেদ বলেন, আমার ভাই দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই হাসপাতালে থাকা অবস্থায় নুরুল হক নুর ভাই, শাকিল উজ্জামান ভাই সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, টাঙ্গাইল জেলার ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সজিব হোসেনসহ অনেকে।

আরটিভি/এএইচ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
গণঅধিকার পরিষদ নামে অন্য দলকে নিবন্ধন না দিতে নুরের আর্জি 
বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত: নুর
ভারতে মুসলমানরা নির্যাতিত হলে প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান