• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

জিয়ার সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করল ছাত্রদল

আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১৬:৫১
জিয়ার সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করল ছাত্রদল
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ পরিষ্কার করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ এর নেতৃত্বে শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে রাজু আহমেদ বলেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আমলের সব জঞ্জাল পরিস্কার করে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে পথ চলতে চাই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বির্নিমাণ করতে চাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জিয়াউর রহমানের মাজার ছিল অরক্ষিত অব্যবস্থাপনায় ভরপুর। চাইলেই আমার এখানে আসতে পারতাম না। শ্রদ্ধা জানানোর পরিবেশও তখন ছিল না। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। তাই আমরা ছাত্রদলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি, এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের দাদাগিরি কেউ পছন্দ করে না: ড. আসাদুজ্জামান রিপন
বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক
কালিয়াকৈরে বিএনপির কর্মিসভা
বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে কুয়ালালামপুরে দোয়া মাহফিল