• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

কোটাবিরোধী আন্দোলন যৌক্তিক: ফখরুল

আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ১৭:১৪
ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক।

সোমবার (৮ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগকে অস্বীকার করে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না। তবে এ আন্দোলনকে বিএনপি যৌক্তিক মনে করে।

বিএনপি সব সময় শান্তিপূর্ণ আন্দোলন করে। এমন দাবি করে এই নেতা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকার সবসময় আন্দোলনে স্যাবোটাজ করে থাকে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। তবে, তার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কাছে আবেদন বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে সরকার। এর প্রতিবাদে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন জোরদার করা হবে বলে জানান দলের মহাসচিব।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি: উপদেষ্টা রিজওয়ানা
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে
সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে: সালাহউদ্দিন আহমেদ
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল