• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি: নজরুল ইসলাম

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ১৮:৫৭
নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি: নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে নতুন করে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি ও তার সমমনারা।

সোমবার (১৩ মে) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কীভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি, সেজন্য কর্মসূচি নেওয়ার চিন্তা করছি।’

নজরুল ইসলাম খান বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা ও অন্যসব সমস্যা নিয়েও কথা হয়েছে। বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মসূচির বিষয়ে জানাতে পারব।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরকে বিএনপির নেতারা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন না উল্লেখ করে নজরুল ইসলাম এরপর বলেন, ‘তিনি তো অনেক দূরের মানুষ। বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবরই নিজেরাই করছে। ডোনাল্ড লুর সফর নয়, বিএনপি শঙ্কিত দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত দেশের ব্যাংক লুটকারীদের বাঁচাতে সরকারের অপচেষ্টা নিয়ে।’

বৈঠকে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, মহাসচিব শাহ আহমেদ বাদল প্রমুখ।

মন্তব্য করুন

  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদা পোশাকে ছাত্রদল নেতাকর্মীদের তুলে নেওয়ার অভিযোগ
জাতীয় ঐক্যের ডাক বিএনপির
বিএনপি নেতা টুকুসহ ৬ জন কারাগারে
গ্রেপ্তারকৃতদের নির্যাতন চালিয়ে আদালতে হাজির করা হচ্ছে: ফখরুল