• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

নয়াপল্টনে যুবদলের সমাবেশ চলছে

আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ১৬:৪৩
নয়াপল্টনে যুবদলের সমাবেশ চলছে
ছবি : সংগৃহীত

খালেদা জিয়ার মুক্তি ও দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টানে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

এর আগে, সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, দীর্ঘ ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। রোববার (১২ মে) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২০ আগস্ট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি
এখনও হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া 
বিকেলে কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ