• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসার জন্য বিদেশে যেতে আমানউল্লাহ আমানের আবেদন

আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২৪, ১৬:৪৩
আমানউল্লাহ আমান
ছবি : সংগৃহীত

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান চিকিৎসার জন্য বিদেশ যেতে চেম্বার আদালতে আবেদন করেছেন।

শনিবার (৩০ মার্চ) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৮ মার্চ চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। রোববার (৩১ মার্চ) এ বিষয়ে শুনানি হতে পারে।’

গত ২৮ মার্চ হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানউল্লাহ আমানকে। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার (২৯ মার্চ) তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি নেতা আমান।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি
ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন
জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা
আরও এক নেতাকে বহিষ্কার করল বিএনপি
X
Fresh