• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান

আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২৪, ১২:০১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান
ফাইল ছবি

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরতে বিএনপি নেতা-কর্মীদের নামে লাখো মিথ্যা মামলা দিয়েছে এই সরকার।

যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা রক্ষা হয়নি বলেও এ সময় দাবি করেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। যার কথা সারা বিশ্বে প্রচার হয়েছিল। যা সত্য, তা ইতিহাসই নির্ধারণ করে। স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান যুদ্ধে অংশ নিয়েছেন, কলকাতায় পালিয়ে যায়নি।


মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh