• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

আরটিভি নিউজ

  ২৪ মার্চ ২০২৪, ১৯:১৩
বিএনপি, ইফতার, দোয়া কর্মসূচি
ফাইল ছবি

বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার ও দোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। যেখানে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন।

রোববার (২৪ মার্চ) গুলশানের হোটেল ওয়েস্টিনে এ ইফতার ও দোয়া কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রথম দলীয় কোন প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইফতারপূর্ব বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে রয়েছে। এমন অবস্থায় গত ৭ জানুয়ারি বাংলাদেশে এক তরফা নির্বাচন হয়েছে। যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। এসব সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানান ফখরুল।

ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় চলমান সংকট নিরসনে গণতান্ত্রিক বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ফখরুল।

পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
X
Fresh