• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ মঈন খানের

আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২৪, ১৩:৫০
গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ মঈন খানের
ফাইল ছবি

মানুষের ইচ্ছার বিরুদ্ধে সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীতে বিএনপি নেতা রেজাউল করিম পলের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

দেশের কোথাও গণতন্ত্র নেই উল্লেখ করে মঈন খান বলেন, সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তার কোনো প্রমাণ নেই। আজকে বাংলাদেশে বাকশাল টু কায়েম করা হয়েছে।

তিনি বলেন, সরকার দেশে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। জুলুম করে নির্যাতন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। কারন বিএনপির শক্তি জনগণ।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ এতো আতঙ্কিত কেন? তাদেরতো ক্ষমতা উপভোগ করার কথা। বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে লগি বৈঠার রাজনীতি করে না।

মঈন খান বলেন, সরকার নিজের স্বার্থের জন্য অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন অতিষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, রোজায় তৃণমূল মানুষ ইফতার ও সেহেরির খাবার কিনতে পারছে না। তাদের লুটপাটের ফল সাধারণ মানুষ ভোগ করছে। সরকারের আশীর্বাদপুষ্ট নির্দিষ্ট পরিবার দেশকে লুটে খাচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
দিনাজপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার
ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে দেশ : রিজভী
X
Fresh