• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নাশকতার ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায়

আরটিভি নিউজ

  ১৪ মার্চ ২০২৪, ১৭:০৭
ছবি : সংগৃহীত

নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে রমনা থানার দুই ও পল্টন থানার পাঁচটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপুণ রায়।

উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। পরে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
মেজর মান্নানসহ ৭ জনের জামিন বাতিলের বিষয়ে হাইকোর্টের রুল
স্থগিতই থাকবে শিশু নূরীর মায়ের জামিন
X
Fresh