• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

‘উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে খেসারত দিতে হবে’

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩
ছবি : প্রতিনিধি

জাতীয় নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেই একই ভুল উপজেলা নির্বাচনে করলে বহুদিন খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল, এর বাহিরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকেও অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার ডাকে ৪২ শতাংশ মানুষ ভোটে অংশ নিয়েছেন। উপজেলা নির্বাচনে এর চেয়েও বেশি ভোটারের উপস্থিতি হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে না এসে বিএনপি যদি আন্দোলন করে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে তাহলে ২৮ তারিখের মতো তাদের আবারও পালাতে হবে।

এ সময় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাংসদ মোরশেদ আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যাপক সচেতনতা কার্যক্রম 
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ 
X
Fresh