• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

যে বিষয়ে ‘গ্যারান্টি’ দিলেন মান্না

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬
যে বিষয়ে ‘গ্যারান্টি’ দিলেন মান্না
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী জিনিসের দাম কমাতে পারবেন না বলে গ্যারান্টি দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, সরকার বারবার বললেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। প্রধানমন্ত্রী বলেছেন তিনি নিজে দায়িত্ব নিয়েছেন। কিন্তু গ্যারান্টি দিলাম, প্রধানমন্ত্রী জিনিসের দাম কমাতে পারবেন না।

তিনি আরও বলেন, একটা ব্যাংক ‘দরবেশ বাবাকে’ ২২ হাজার কোটি টাকা দিয়েছে। সব টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিলে দেশ চলবে কী করে? সিন্ডিকেটের লাগাম না টেনে বরং ওদের থেকে টাকা নিয়ে সরকার নিজের দল চালায়।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন বন্ধ করতে পারবেন না। চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ঋণখেলাপি নয়, এগুলো পাচার করা হচ্ছে। অভিবাসনের কথা বলে টাকা পাচারের পাঁয়তারা করে সরকার। এজন্যই অবৈধ হুন্ডি ব্যবসা রমরমা।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছেন। তারা ৩ মাসের আগে জামিন পাননি, কিন্তু শাহজাহান ওমর জামিন পান। রাজপথ মানুষের দখলে যাবে, সেদিন দেরি নেই।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী 
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
X
Fresh