• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ভোটের ফলাফল নিয়ে ১৪ দলে বিরূপ প্রভাব পড়বে না : মেনন

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৪, ২৩:১৮
রাশেদ খান মেনন
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ১৪ দলে বিরূপ প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল মূল্যায়ন নিয়ে দলগুলো এখন পর্যন্ত নিজেরা বসতে পারেনি। তবে এ নিয়ে সামগ্রিকভাবে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া হবে বলে মনে করি না।

রাশেদ খান মেনন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ভোটের পরে যেসব বিদেশি রাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা তাদের কূটনৈতিক তৎপরতার রুটিন ওয়ার্ক। তাদের এসব প্রতিক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না।

বিদেশি কয়েকটি রাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের হস্তক্ষেপ নির্বাচনকে অবাধ করার উদ্দেশ্যে ছিল না। তারা হস্তক্ষেপ করেছিল নির্বাচন বানাচাল করার জন্য। বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়েছে।

সভায় ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিপু সুলতানসহ আরও বেশকয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালীর দুই ইউপিতে চলছে ভোট গ্রহণ
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন : ব্লিঙ্কেন
১৩ বছর পর ভোটগ্রহণ চলছে লক্ষ্মীপুরের ৫ ইউপিতে
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ 
X
Fresh