• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পদোন্নতি পেলেন একাদশের ৩ প্রতিমন্ত্রী-উপমন্ত্রী

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ১২:২১
ছবি : আরটিভি নিউজ

দ্বাদশ জাতীয় সংসদে ৪৭ সদস্যের মন্ত্রিসভার ১৭ জন নতুন মুখ। তাদের মধ্যে দুজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী এবার পদোন্নতি পেয়ে নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন। তারা হলেন— মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান।

বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যদের নামের তালিকা গণমাধ্যমের কাছে প্রকাশ করেন। প্রকাশ করা তালিকায় দেখা যায়, একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার দুই প্রতিমন্ত্রী ও এক উপমন্ত্রী এবার শেখ হাসিনার দ্বাদশের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। তবে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, তা এখনও চূড়ান্ত নয়।

বিদায়ী মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। এবারে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

একাদশ সংসদের মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। মন্ত্রিসভার সদস্য হিসেবে অনেকটাই ক্লিন ইমেজের অধিকারী ফরহাদ এবার পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন।

এ ছাড়া প্রতিমন্ত্রী জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক বিদায়ী এই মন্ত্রিসভায় যুক্ত হয়েছিলেন কিছুটা পরে। প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুর পর ২০২০ সালের ২৫ নভেম্বর তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিন বছর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার তিনি পূর্ণ মন্ত্রীই হতে যাচ্ছেন।

বঙ্গভবনের দরবার হলে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এরপর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী। ৭টায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ উপলক্ষে প্রায় ১৪শ’ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন।

এদিকে নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন ১৪ জন। নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি
অবসরের ৭ দিন আগে পদোন্নতি পেলেন মাউশির ডিজি
সহযোগী অধ্যাপক পদে নোবিপ্রবির ৯ শিক্ষকের পদোন্নতি
পদোন্নতি পেয়ে এএসপি হলেন ৩৭ পরিদর্শক
X
Fresh